REUNION 2025
(12th January'2025)
(12th January'2025)
REUNION ONLINE REGISTRATION OPTIONS
OPTION-1
Registration can be done Online by making Rs.500/- payment in the QR Code
(UPI / BHIM / GPay / PhonePe / PayTM)
(Ensure to Pay from your Own UPI App & Bank Account Only)
OPTION - 2 : Follow the Link Below and Make payment Online in ticketing website
(Fund to above mentioned account can be remitted via UPI, RTGS, IMPS and NEFT transactions)
Pleae send mail to info@chirantani.org / Whatsapp to 9475125199 with contribution details screenshot.
REUNION RELATED EVENT DETAILS
১) আগামী ১/১২/২৪ ডিসেম্বর চিরন্তনীর তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
২) বৃত্তি পরীক্ষার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ও ১/১২/২৪ প্রকাশিত করা হবে।
৩) জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কার্জন গেট চত্বরে ছবি আঁকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগামী রিইউনিয়নের প্রচার করা হবে।
৪) আগামী ৪/০১/২৫ এ চিরন্তনী আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে শিক্ষক বনাম প্রাক্তন ছাত্রদের।
৫) আগামী ৭/১/২০২৫ এ চিরন্তনে আয়োজিত দুটি ফুটবল ম্যাচ আয়োজিত হবে, একটি অনূর্ধ্ব ৩৫ এর সাথে স্কুল টিমের আরেকটি ঊর্ধ 35 এর সাথে শিক্ষকদের।
৬) আগামী ১১/১/২০২৫ দুপুর ১:০০ সময় পদযাত্রা অনুষ্ঠিত হবে পুনর্মিলন উৎসব উপলক্ষে।
৭) আগামী ১২/১/২০২৫ পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হবে, সকাল ৯ টায় পতাকা উত্তোলন এর মাধ্যমে।