InITIATIVES

COVID-19 INITIATIVES

PROJECT O2

আমরা জরুরি ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের কাজ শুরু করছি। আপনারা 9933753329 / 7001723949 নম্বরে যোগাযোগ করে সিলিন্ডার সংগ্রহ করতে পারেন।


কাজের সুবিধার্থে নীচের শর্তগুলো আমরা রাখছি।

১. রোগীর বাড়ি বর্ধমান শহরের মধ্যে হলেই আমরা তাকে অক্সিজেন সরবরাহ করব। যেহেতু বর্তমানে লকডাউনের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাই আমাদের এই পরিসর বেঁধে দিতে হয়েছে।

২. রোগীর অক্সিজেন স্যাচুরেশন ৯৪ শতাংশর কমে নেমে গেলে অথবা রোগীর শ্বাসকষ্ট হলে প্রথমে হাসপাতাল বা নার্সিংহোমে যোগাযোগ করুন। ডাক্তার যদি রোগীকে বাড়িতে রাখার অনুমতি দেন তাহলেই আমরা সিলিন্ডার ব্যবহার করতে দেব। এক্ষেত্রে সংশ্লিষ্ট নম্বরগুলিতে ডাক্তারের প্রেসক্রিপশন পাঠাতে হবে।

৩. অক্সিজেন সিলিন্ডার নেওয়ার সময় আমরা কিছু ডকুমেন্ট নেব। রোগীর আধার কার্ডের ছবি, ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি, যে ব্যক্তি আমাদের কাছ থেকে সিলিন্ডারটি সংগ্রহ করবেন তার একটি আইডেনটিটি প্রুফের (আধার কার্ড নয়) আসল কপি। সিলিন্ডারটি ফেরত দেওয়ার সময় আমরা আইডেনটিটি প্রুফের আসল কপিটি ফেরত দেব।

৪. একজন রোগী একটি সিলিন্ডার সর্বোচ্চ ৩ দিন রাখতে পারবেন। তারপর রাখতে চাইলে ডাক্তারের কাছে নতুন প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে।

৫. অক্সিজেন সিলিন্ডারের রিফিলিং এর চার্জ, মাস্ক ক্যানুলার ইত্যাদি খরচ রোগীর পরিবারকেই বহন করতে হবে।

৬. সিলিন্ডার সংক্রান্ত জিনিসের কোনো ক্ষতি হলে রোগীর পরিবারকে সেই ক্ষতিপূরণ বহন করতে হবে।

এইবারে যে কয়েকটা কথা বলার। একটু মন দিয়ে পড়বেন। আমরা কোনোভাবেই এমন কারোর হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেব না, যাঁরা এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র 'যদি দরকার লাগে' এই ভেবে সিলিন্ডার স্টক করতে চাইবেন। আমরা প্রথমবারের মতো এই কাজে হাত দিয়েছি। এমনটা নয় যে আমাদের কাছে ভারতের সমস্ত সিলিন্ডার কোম্পানির হদিশ আছে। এমনটাও নয় যে আমাদের সিলিন্ডার দিয়ে গোটা শহরের সমস্যা রাতারাতি মিটিয়ে ফেলা যাবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি মাত্র। আপনার রোগী সুস্থ হয়ে যাওয়ার পর আমাদের সাহায্য করুন সামর্থ্যমত। যত বেশী আর্থিক সাহায্য আমরা পাব তত বেশী সংখ্যক মানুষের পাশে আমরা দাঁড়াতে পারব।

গণদেবতা

"দেবতারে প্রিয় করি

প্রিয়রে দেবতা"

এই অসম পরিস্থিতির মধ্যেই আমরা আমাদের ২৪ ঘন্টা ব্যাপী বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা শুরু করছি। যেখানে মানুষ একপ্রকার গৃহবন্দী, মানুষের হাতে অর্থ নেই, উপরন্তু একের পর এক রোগ নিঃশ্বাস ফেলছে আমাদের কাছে এসে, তখনই আমাদের মনে হয়েছে টেলিমেডিসিন পরিষেবা শুরু করার আদর্শ এবং উপযুক্ত সময় এইটিই।

নীচে কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমাদের কর্মপদ্ধতিটা তুলে ধরলাম।

১. আমরা ২৪ ঘন্টার জন্য কিছু ফোন নম্বর দিয়ে রাখব। আপনি নির্দিষ্ট টাইম স্লটে নির্দিষ্ট নম্বরে ফোন করলে আমাদের সদস্যরা আপনার কাছ থেকে আপনার সমস্যার একটা প্রাথমিক বিবরণ জেনে ডাক্তারদের জানাবে।

২. সেই সময়ে যে ডাক্তার আপনার সমস্যার সমাধান করতে পারবেন আমরা তার সাথেই আপনার যোগাযোগ করিয়ে দেব। তারপর প্রয়োজনমত অডিও অথবা ভিডিও কলে ডাক্তারবাবু আপনার সাথে যোগাযোগ রাখবেন। আপনি যতদিন না সম্পূর্ণ সুস্থ বোধ করছেন ততদিন আমাদের সদস্য আপনার খোঁজ নেবে, ডাক্তার আপনাকে পরামর্শ দেবে।

৩. এই সম্পূর্ণ প্রক্রিয়ায় আমরা আপনার কাছ থেকে কোনো অর্থ নেব না। ডাক্তার যদি কোনো পরীক্ষা করতে বলেন, সেটি আপনি যে কোনো প্যাথলজি ল্যাব থেকেই করাতে পারেন। পরীক্ষার জন্য প্রয়োজনীয় খরচ আপনাকেই বহন করতে হবে।

৪. কিছু জরুরি অবস্থায় আমরা প্রয়োজনীয় ওষুধ, পথ্য আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব, তার জন্য কোনো বাড়তি মূল্য আমরা নেব না। আপনাকে ওষুধের খরচ বহন করতে হবে।

কিছু কথা

১. আমরা হাসপাতাল, নার্সিং হোমের ব্যবস্থা করে দিতে পারব না।

২. যেহেতু চিরন্তনীর Project O2 র মাধ্যমে আমরা বিনামূল্যে অক্সিজেনের ব্যবস্থা করছি, তাই ডাক্তারের পরামর্শ মত আমরা অক্সিজেন সরবরাহের চেষ্টা করব। এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে সিলিন্ডারের প্রতুলতার উপর।

৩. ভ্যাকসিন সেন্টার সংক্রান্ত কোনো তথ্য দিতে আমরা অসমর্থ।

AND THIS LIST CONTINUES......

YOU CAN ALSO CONTRIBUTE TO CHIRANTANI


YOU CAN ALSO DONATE TO CHIRANTANI