About

ABOUT US

"CHIRANTANI" (Burdwan Municipal High School Alumni Associaltion) came into existance from 2002. It is a non profit organisation incorporated under Indian Trust Act, 1882. Registration No: IV-020300129/2020.

সম্পাদকের প্রতিবেদন


১৯ শে ডিসেম্বর-২০১৯, প্রায় আটশ প্রাক্তনী একত্রিত হয়ে পুনর্মিলন উৎসবের পর আমরা মিলিত হলাম আজ পুনর্মিলন উৎসবে। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য প্রাক্তনীর একত্রিত হবার দিনে “চিরন্তনী” র পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সময়কালে আমরা হারিয়েছি অসংখ্য প্রাক্তনীকে, আমাদের ছেড়ে চলে গেছেন অনেক শিক্ষক মহাশয়, শিক্ষাকর্মী। অকালে আমাদের ছেড়ে চলে গেছে অনেক পাঠরত ছাত্রও। তাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে চিরন্তনী শ্রদ্ধা জানায়।


পুনর্মিলন উৎসব শেষ হবার সাথে সাথেই উৎসবের মঞ্চ থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চিরন্তনীর রেজিস্ট্রেশন এর কাজ শুরু করা হয়। একই সাথে চিরন্তনীর রেজিস্ট্রেশন ও PAN Card তৈরী করা হয়। এবার চিরন্তনীর নিজস্ব ব্যাঙ্ক আকাউন্টিটি খোলা গেল। ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২ তিনটি আর্থিক বছরের অডিট করানো হল। অডিট করলেন আমাদের প্রাক্তনী। অডিটর হিসাবে তার সাহায্য কৃতজ্ঞ চিত্তে স্বীকার করছি। তিনটি আর্থিক বছরের অডিট রাখা আছে website-এ। আগ্রহীরা অবশ্যই দেখতে পারেন।


মার্চ ২০২০ থেকে অতিমারির প্রকোপ এবং লকডাউন। শারীরিক দূরত্ব বজায় রাখতে ব্যস্ত সবাই। কাজ হারানো অসংখ্য মানুষের হাহাকার। স্কুল, বন্ধ দীর্ঘদিন। পড়ুয়াদের শৈশব ও কৈশোর আতঙ্ক গ্রস্ত। সেই সময়ে চিরন্তনী সিদ্ধান্ত নিল সকাতরে মানুষ যখন কাঁদছে তখন পাশে দাঁড়াতে হবে।

-‘রক্তদান শিবির’- নাম দেওয়া হল 'সংহতি'। সিদ্ধান্ত নেওয়া হল সম্ভব হলে প্রতি মাসে একটি করে রক্তাদান শিবিরের আয়োজন করা। এখনও পর্যন্ত ৯ টি রক্তদান শিবিরের আয়োজন করা গেছে যাতে রক্ত দাতার সংখ্যা প্রায় ২৫০ জন। রক্তদান কমিটির দায়িত্বে থাকা চিরন্তনীর নবীন সদস্যরা মহামারির সময়ে অসাধ্যসাধন করেছেন। সকল রক্তদাতাকে ও কমিটির সদস্যদের চিরন্তনী কৃতজ্ঞতা জানাচ্ছে। 'করোনা ত্রান' - সাধ্য মতো ত্রান সামগ্রী দেওয়া হয়েছে BPL তালিকাভুক্ত ছাত্রদের। প্রায় ২০০০ মার্ক্স বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের রেশন দেওয়া হয়েছে ও তাদের শারদ উৎসবের সময় সাধ্যমতো আর্থিক সাহায্য করা হয়েছে। প্রাক্তন ও বর্তমান কিছু ছাত্রদের চিকিৎসার খরচও আমাদের সামর্থ্য অনুযায়ী করতে পেরেছি। এই বিষয়ে উল্লেখ করা দরকার অসংখ্য প্রাক্তনী ত্রান তহবিলে আর্থিক সাহায্য করেছেন। তাদের সকলকে ধন্যবাদ জানাতে আমরা ভুলব না। অক্সিজেন সংকট তীব্র হয়ে ওঠে দ্বিতীয় ঢেউ এর সময়। চিরন্তনী সেই সময় মুমূর্ষ রোগীদের পাশে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে গেছে। এই সময়ে নতুন উদ্যোগ নেওয়া হয় আপৎকালীন টেলি মেডিসিন প্রকল্প গণদেবতা। এই প্রকল্পে যুক্ত হন আমাদের প্রাক্তনী চিকিৎসকরা ও বেশ কিছু স্বেচ্ছাসেবক। রোগীর সমস্যার কথা জেনে নিয়ে স্বেচ্ছাসেবকরা সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়েছে অনেক জনকে। কৃতজ্ঞতা জানাই প্রাক্তনী চিকিৎসকদের যারা হাজারো ব্যস্ততার মধ্যেও হাসি মুখে এই কাজে সাহায্য করেছেন। একই সাথে বৃক্ষরোপন উৎসবের মধ্যে দিয়ে চিরন্তনীর সদস্যরা বিদ্যালয়ের মাঠে অসংখ্য বৃক্ষ রোপন করেছেন।


১৬ই এপ্রিল ২০২০ চিরন্তনীর তরুণ প্রজন্ম শুরু করল অনলাইন ক্লাসের ব্যবস্থা। ২৫০০ এর উপর অন লাইন ক্লাস এর দ্বারা সেই দুঃসহ দিনগুলিতে নব্বই শতাংশ এর মতো ছাত্রকে ক্লাস করানো গেছে যা এক অসাধারণ নজির। এর জন্য চিরন্তনীর নবীর সদস্যদের অসংখ্য ধন্যবাদ। একাদশ শ্রেণীতে বিদ্যালয়ে ভর্তির জন্য হঠাৎ সিদ্ধান্ত হল অনলাইনে ভর্তি হতে হবে। যে সমস্ত ছাত্রদের সেই সুবিধা নাই তাদের জন্য অনলাইনে ভর্তির সুবিধা করে দিতে চালু করা হল চিরন্তনী হেনডেক্স যাতে প্রায় ৫০ জন ছাত্র চিরন্তনীর সহায়তায় ভর্তি হতে পারল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের হাতে মার্কশিটের সাথে চিরন্তনী পৌঁছে দিল শুভেচ্ছাবার্তার গ্রিটিংস কার্ড, মাস্ক ও গ্রিটিংস কার্ডের মধ্যে দেওয়া হল আমলকি গাছের বীজ। সেই বীজ একদিন অঙ্কুরিত হবে ও ক্রমে মহীরুহে পরিণত হবে ঠিক তেমনি আমাদের ভাইটিও একদিন বিশাল মহীরুহে পরিণত হোক এই আশা আমাদের। চারাগাছ দেওয়া হল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের ভবিষ্যত পৃথিবীকে সুন্দর করে তোলার লক্ষ্য নিয়ে। চারাগাছ দেওয়া হল রক্তদাতাদেরও। বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের . অবসর গ্রহণের দিন তাঁদের চিরন্তনীর পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানও করা হয়। ২০শে নভেম্বর ২০২১, রাজেন্দ্র ভবনে আয়োজিত হল বিজয়া সম্মেলনী। বিজয়া সম্মেলনীতে প্রকাশ করা হল চিরন্তনীর 'সাহিত্য পত্রিকা'। ১৪২৮ সালে প্রথম বারের জন্য আত্মপ্রকাশ করল চিরন্তনীর এই পত্রিকা, অসংখ্য প্রাক্তনীর লেখাতে সমৃদ্ধ হল এই পত্রিকা।


করোনা অতিমারির প্রকোপ কমতে সিদ্ধান্ত নেওয়া হল পুনর্মিলন উৎসব করা সম্ভব। দিন ঠিক হল ২২শে জানুয়ারি ২০23। চিরন্তনী তার ঐতিহ্য মতো পুনর্মিলন উৎসব উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচী গ্রহণ করল। নূতন ও অভিনব প্রচেষ্টা 'মেধাবৃত্তি পরীক্ষা'। পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রদের পরীক্ষা নেওয়া হল। পরীক্ষায় বসল প্রায় ৭০০ ছাত্র। অভিনব প্রশ্ন, OMR সিট, খাতা দেখা ও পরীক্ষার আয়োজন করল চিরন্তনীর নূতন প্রজন্ম। অসাধারণ প্রচেষ্টার দ্বারা এই কর্মকাণ্ড সফল করে তুলল একঝাঁক নবীর সদস্য। সবাইকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আয়োজিত হল সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাংস্কৃতিক উপসমিতি দারুণ কুশলতার সাথে এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদেরও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ক্রীড়া উপসমিতিকে তাদের অভিনব ভাবনা-মিউনিসিপ্যাল স্কুল প্রাক্তনী বনাম টাউন স্কুল প্রাক্তনীদের ফুটবল ম্যাচ। দারুণ উদ্দীপনা, উত্তেজনা ও আগ্রহে অসংখ্য বর্তমান ও প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে পুরানো দিনের মধুর স্মৃতি ফিরিয়ে আনল চিরন্তনী। নস্টালজিক মিউনিসিপ্যাল টাউন স্কুলের ফুটবল ম্যাচ অনেকর ছোট বেলাকে মনে পড়িয়ে দিল। এছাড়াও বর্তমান ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় ৪ টি বিদ্যালয়কে নিয়ে, যাতে চ্যাম্পিয়ন হল BMHS I শিক্ষকদের সাথে প্রাক্তনীদের একটি প্রীতি ফুটবল ও একটি প্রীতি ক্রিকেট ম্যাচও সফলতার সাথে আয়োজিত হয়। সর্বশেষ আয়োজন ২১ শে জানুয়ারীর পদযাত্রা, যাতে প্রাক্তনীদের সাথে পা মেলালো বর্তমান প্রজন্মও।

বিগত দিনগুলির কথা আপনাদের কাছে রাখলাম। আপনারা সুচিন্তিত মতামত দিন। পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা সহ বিভিন্ন কর্মকাণ্ডে আপনারাও যুক্ত হন। সাধ যতটা সাধ্য ততটা হয়তো নেই। অর্থনৈতিক প্রতিবন্ধকতা একটা বিষয়। যদিও প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় এখনও পর্যন্ত কর্মকাণ্ড গুলি পালন করা গেছে। সকলকে ধন্যবাদ। এগিয়ে আসুন, চিরন্তনীর পরিধিকে আরো বড়ো করা যাক।


২২-০১-২০২৩

বর্ধমান

শুভেচ্ছা সহ

সজল রাজা 

সাধারণ সম্পাদক, চিরন্তনী

chirantani working committee

Advisory Committee 

Prasanta Kr. Bannerjee
Shyamaprasad Bannerjee
Ashoke Samanta
Sanjib Chackrabarty

Dr. Nitai Paramanik

Paresh Sarkar

Arindam Koner

PRESIDENT

Arunava Chakraborty

WORKING PRESIDENT

Satyadarson Dutta

vice president

Himadri Sarkar

Dr. Koushik Lahiri

Mantu Saha

Shovan Kumar

Kamalesh Ghosh
Satyajit Dutta
Samir Roy

secretary

Sajal Raja

JOiNT secretary

Fazlul Haque

assistant secretary

Mehebub Hasan

Nandan Banerjee

Bappaditya Dawn
Soumyadeep Banerjee
Nabendu Maji

TRESURER

Swapan Biswas

ASSISTANT TRESURER

Nabyendu Saha

general body

Tarun Khan
Susanta Ghosh
Sayantan Mukherjee
Rohan Roy
Jyotirmoy Pal 
Debapriyo Das
Subhajit Koner

Dr. Arijit Banerjee

Sanjay Das

Dr. Soumik Ghosh

Rajesh Surana

Bodhisotto Sinha

Nilankan Kundu

Manab Bandyopadhyay

Avijit Samanta

Samarnath Banik

Sudip Chowdhury

Sanket Roy

Prasenjit Sarkar

Nimai Mazumder

Parthapratim Mukherjee

Saswata Som

Sushovon Mondal

Ranajit Paul

Hrittik Jash

Rupam Banerjee

Apurba Chowdhury

Shantanu Chatterjee